পবিত্র জশনে জুলুসের ঈদে মিলাদুন্নবী(দঃ)’কে স্বাগত জানিয়ে এ উপলক্ষে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কাউখালী উপজেলা সদরে এ র্যালী ও আলোচনা করেছেন কাউখালী তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও কাউখালী উপজেলা গাউসিয়া কমিটি’র এ উপলক্ষে সকাল নয়টায় এক র্যালী মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
ঈদে মিলাদুন্নবী (দ 🙂 উদযাপন কমিটির সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: ইছহাক সওদাগর, মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম , কাউখালী উপজেলা গাউসিয়া কমিটি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, বেতছড়ি কলন্দরিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী, রাঙ্গুনিয়া রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা এইচ.এম শহিদুল্লাহ, রাজানগর-ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ সাইদুল হক ক্বাদেরী, সুপার মাওলানা আব্দুর রহমান ক্বাদেরী প্রমুখ।
র্যালীতে সকলের হাতে কালিমা কচিত পতাকা, রংবেরঙের ব্যানার ফেস্টুন ও মুখে নারায়ে তাকবির ও নারায়ে রিসালাত শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো কাউখালী উপজেলা জুড়ে। র্যালীতে কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন থেকে শত শত সুন্নি জনতা অংশগ্রহণ করে।