বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ দুই ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, মারিশ্যা জোন বিজিবি ও বাঘাইছড়ি থানা পুলিশ এর প্রতিনিধি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজিবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময়ের পাশাপাশি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।