রাঙামাটির লংগদুতে তিনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাতের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চোরের দল রাতের বেলায় অভিনব কায়দায় বিদ্যালয়ের দরজার তালার হুক খুলে ভিতরে ঢুকে দুটি প্রজেক্টর একটি ল্যাপটপ ও নগদ একান্ন হাজার টাকা নিয়ে যায়। লংগদু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গেল বুধবার রাতে যেকোন সময় এ ঘটনা ঘটেছে জানায় স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহ্নি শিখা দে জানান, আজ (বৃহষ্পতিবার) সকালে আমাদের অফিস সহায়ক ভাগ্য চাকমা বিদ্যালয়ের অফিসে ও মাল্টিমিডিয়া রুমের তালা খুলতে গিয়ে দেখেন তালা মারা অবস্থায় দরজা খোলা।
ভিতরের আলমিরার দরজা খোলা এবং প্রজেক্টর নাই দেখে আমাকে খবর দেয়। আমি তখন বিদ্যালয়ে এসে চুরির ঘটনা দেখতে পাই। চোরেরা গতকাল রাতের কোন এক সময় তালা ভেঙে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের সেটিংকরা ১টি প্রজেক্টর ও আলমিরা খুলে আরও একটি প্রজেক্টরসহ মোট দুৃটি প্রজেক্টর, একটি ল্যাপটপ, অফিসরুমের আলমিরা খুলে নগদ একান্ন হাজার টাকাসহ অফিস সহায়ককে নিয়োগ দেয়ার কাগজপত্র নিয়ে যায়। এ ব্যাপারে লংগদু থানাকে অবহিত করেছি। নগদ টাকাগুলো গত দুদিন আগে সিলিপের টাকা উত্তেলন করে কাজের জন্য আলমিরাতে রেখেছিলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমা বলেন, আজ সকালে শিক্ষকরা আমাকে ঘটনা জানালে আমি বিদ্যালয়ে এসে চুরির ঘটনা দেখতে পাই। একটি চোর চক্র এঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হয়। ইতোপূর্বে আরো কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, তিনটিলা প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গতকাল বুধবার রাতের কোন একসময় এঘটনা ঘটেছে। চোরেরা মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের একতোড়াতে তিনটি চাবি, দুটি স্ক্রু ড্রাইভার, ভাঙ্গা দুটি লোহা কাটার রেত ফেলে রেখে যায়। এগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, বিদ্যালয়ে চুরির ঘটনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহ্নি শিখা দে বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।