“জুলাই গণ অভ্যুত্থান দিবস” উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা জামে মসজিদে জোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার নিবাহী অফিসার মোঃ আবু রায়হান, মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শামছুর রহমান,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম,বিআরডিবি অফিসার জিয়াউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লিগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৪ এর জুলাই মাসের গণআন্দোলনে নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম সাহেব, যিনি বাংলাদেশের জুলাই যোদ্ধা সহ সকল শহিদদের আত্মার শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান বলেন,
“জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই দোয়ার মাধ্যমে তাদের আত্মার মাগফেরাত কামনা ও জাতির কল্যাণের প্রার্থনা করেছি।