রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর কয়লার ডিপো থেকে ফেরী ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২৫০ মিটার অবৈধ গাড়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কাপ্তাই উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা গাড়া জাল অবৈধভাবে নদীতে ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করা হচ্ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনা করেন ,উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেলী রুদ্র, উপজেলা মৎস্য দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, ক্ষেত্র সহকারী নাছির উদ্দিন, কাপ্তাই থানার এসআই সাখওয়াত হোসেনসহ পুলিশ ফোর্স।