রাঙামাটির বে- সরকারি উন্নয়ন সংস্থা ওমেন্স এ্যাডুকেশন্স ফর এ্যাডভান্সমেন্টস এন্ড ইমপাওারমেন্ট (উইভ) এর আয়োজনে কাউখালী উপজেলার বিভিন্ন সেবাদানকারী বিভাগের সাথে সম্মিলিত এক সংলাপ আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (২য় তলা) অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইভ এনজিওর নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা মেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উইভ এনজিওর প্রোগ্রাম সমম্বয়কারি নিধি চাকমা। সঞ্চালনায় ছিলন উইভ এনজিওর ফিল্ড অফিসার সিসিলি দেওয়ান।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ- সহকারী অফিসার মোঃ আব্দুল হাকিম, কলমপতি মৌজা হেডম্যান মানুচিং চৌধুরী সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে অংশ গ্রহনকারিগন।
উল্লেখ্য যে, ওমেন এ্যামপাওারমেনট থ্রো লার্নিং লিডারশীপ ( ওয়েল) এর জেলা উপজেলা ভিত্তিক সুপারিশমুলক সংযোগ স্থাপনের লক্ষ্যে বিভিন্ন সেবাদানকারী বিভাগের সাথে সম্মিলিত সংলাপ অনুষ্ঠিত হয়। সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন। এর অর্থায়ন করেছে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা।