শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল এর শুভ উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৩০, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল এর শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। শনিবার বিকালে শহরের বিজয় স্মরণী এলাকায় হসপিটালের তৃতীয় তলায় হসপিটালের শুভ উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরান হোসাইন।

প্রধান অতিথি কৃষিবিদ কাজল তালুকদার বলেন, রাঙামাটিতে একটি মাত্র সরকারি হাসপাতাল ছাড়া ভাল মানের আর কোন হাসপাতাল ছিল না। পপুলার ডায়াগনস্টিক এন্ড বেসরকারি হসপিটালটি স্বাস্থ্য সেবার মান বজায় রাখবেন প্রত্যাশা রাখি। রাঙামাটি জেলা এখনো স্বাস্থ্য ও যাতায়াতে বিরাজমান পরিস্থিতি। এটি একটি দুর্গম জেলা এখানে অনেক সমস্যা রয়েছে। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারের অভাব রয়েছে। রাঙামাটির স্বাস্থ্য সেবায় নানান দুর্গতি রয়েছে। এধরনের বেসরকারি হসপিটাল যেন আরো গড়ে উঠে সে লক্ষ্যে সিভিল সার্জনের সহযোগিতা কামনা করেন। পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের সভাপতি ডাক্তার বিজন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লেঃ কর্ণেল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কীর্তি রঞ্জত চাকমা, রাঙামাটির সাবেক সিভিল সার্জন ডাক্তার উদয়ন শংকর দেওয়ান, রানীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাজীব মজুমদার, ডাক্তার পম্পি চাকমা, হসপিটালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দসহ আরো অনেকে।

লেঃ কর্ণেল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কীর্তি রঞ্জত চাকমা বলেন, রাঙামাটিবাসী অত্যন্ত সুভাগ্যবান। যারা কঠোর পরিশ্রম করে এখানে পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল আপনাদের উপহার দিয়েছেন সে জন্য হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানাই। রাঙামাটিতে দেখার মত ও করার মত অনেক কিছু রয়েছে। আমরা চাইলে রাঙামাটিতে এধনের উন্নতমানের চিকিৎসালয় গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান।

বক্তব্য রাখেন, ডাক্তার উদয়ন শংকর দেওয়ান বলেন, রোগিসেবায় এই পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল যদি চিকিৎসাসেবায় তাদের মান ধরে রাখতে পারে তাহলে প্রতিষ্ঠানটি উন্নতি লাভ করতে পারবে। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেন এই এলাকার লোকজনকে ছাড় দেওয়া হয়। বড় বড় পরীক্ষা নিরীক্ষা গুলোর জন্য আর চট্টগ্রাম যেতে হবে না। এখন থেকে পরিপূর্ণ সেবা পাবেন রাঙামাটির মানুষ।

বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরান হোসাইন বলেন, এখন থেকে রাঙামাটির মানুষ উন্নত পরীক্ষা -নিরীক্ষার জন্য চট্টগ্রাম যেতে হবে না। সেবা দিতে রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন।

রাঙামাটি মেডিকেল কলেজের লেকচারার ডাক্তার পম্পি চাকমা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় রাঙামাটিবাসীর সেবার মান সুনিশ্চিত করবেন। আমি সেবা দান প্রদানে সবসময় আপনাদের পাশে থাকবো।

হসপিটালের ডেপুটি ডাইরেক্টর মাহবুব এলাহী বলেন, এই হসপিটাল ৩৮ জনের হাত ধরেই হসপিটাল সূচনা করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে হসপিটালটি আগামীতে চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখবে। তাই চিকিৎসারসেবায় আমরা রাঙামাটিবাসীর পাশে দাঁড়াতে চাই।

অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার বিজন চন্দ্র তালুকদার বলেন, পাহাড়ে একটি উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলেন সবার সহযোগিতা ছিল। রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে যে সকল মেশিন যন্ত্রপাতি একদম নতুন। সেবার জন্য আমি বিজন রাঙামাটিবাসীর উদার হয়ে কাজ করবো। আজ শনিবার থেকে ২৪ ঘন্টা খোলা থাকবে পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো সঙ্গীত প্রতিভা অন্বেষণ

রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ৫ ঘন্টা

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

কাপ্তাই রাইখালীর একটি সেচ নালা হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের উদ্বোধন

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টরসহ নিহত-২

কাপ্তাইয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাড়িসহ কাঠ আটক 

আদিবাসী বিবাহ সনদ প্রনয়নে তিন সার্কেল জেলা পরিষদকে একসাথে কাজ করতে হবে-সন্তু লারমা

আজ বনভান্তের জন্মদিন

error: Content is protected !!
%d bloggers like this: