শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটি রিজিয়নের বিশেষ নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

শান্তি চুক্তির ২৬-বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটি রিজিয়নের আয়োজনে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল এগারোটায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে এ আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও ১১ ইবি অধিনায়ক কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি’র সভাপতিত্বে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্বাবধানে এবং ১১ ইবি জোন সদরের ব্যবস্থাপনায় এই বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, এসপি বাংলোর পিছন হতে শুরু করে সমাজ কল্যাণ অধিদপ্তরের আবাসিক এলাকায় এসে শেষ হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, রাঙামাটি ডিজিএফআই কর্নেল জিএস কর্নেল মোঃ আনোয়ারুল ইসলাম, রাঙামাটি শাখা এএসইউ শাখা অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, এনডিসি (নেজারত) বিজয় কুমার, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, এনএসআই যুগ্ন পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং জিএসও-টু (আই) ৩০৫ ব্রিগেড সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও গণমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় ০২টি ইভেন্টে (পুরুষদের বড় নৌকা ১০টি দল ও মহিলাদের বড় নৌকা ০৬ টি দল) সহ সর্বমোট ১৬ টি দল অংশগ্রহণ করে, প্রতিযোগিতা শেষে পুরুষ এবং মহিলাদের (বড়) নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দলকে নগদঅর্থ ৫০ হাজার  টাকা হারে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী দলকে- ৩৫ হাজার টাকা হারে ৭০ হাজার  টাকা ও তৃতীয় স্থান অধিকারকারী দলকে ২৫ হাজার টাকা হারে ৫০ হাজার টাকা এবং অংশগ্রহণকারী অন্যান্য (অকৃতকার্য) ১০ টি দলকে ১০ হাজার টাকা হারে এক লক্ষ টাকা সান্তনা পুরস্কার প্রদান করা হয়।।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: