রাঙামাটির কাপ্তাই পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ২ দিনব্যাপী সমবায় সমিতি দলের উপকারভোগী সদস্যদের নিয় দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে ৪০ জন উপকারভোগী সমবায়ী অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে লব্দ জ্ঞান আহরণ করে সমবায়ীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সভাপতিত্বে এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।


















