বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার ঔষধ ব্যবসায়ীদের সম্মেলন সোমবার (২৪নভেম্বর) বেলা ১২টায় কাপ্তাই উপজেলার শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
নকল, ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যববহারে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বক্তব্যে নকল, ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় হতে সকলকে সাবধান ও সর্তক থাকার আহবান জানান।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার সভাপতি কল্যাণ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই উপজেলা শাখার সহ সভাপতি মো.শরীফুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ঔষধ প্রশাসন রাঙামাটি জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো.আবিদ আহসান, ঔষধ তত্ত্বাবধায়ক নাসরিন আক্তার মুক্তা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রাঙামাটি জেলার সভাপতি মো: হারুন রশিদ এবং সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এছাড়া বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আব্দুল আজিজ ও আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো: রেজোয়ান টিপু।


















