বৈরি আবহাওয়া উপেক্ষা করে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টায় মহালছড়ি উপজেলার বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বটতলায় গিয়ে র্যালিটি শেষ হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে বক্তারা এই দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, ঐতিহাসিক এই দিনে ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে আছে। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।