সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার-স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ডে-ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন,জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক নুরুল আবছার।
এসময় বক্তব্য রাখেন,জেলা পরিষদের (সাবেক) সদস্য ও রোভার কমিশনার মোঃ মনিজ্জামান মহসিন রানা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম,নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাশীম,সহকারী কমিশনারগণ,কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নুরে আলমসহ কলেজ স্কুলের শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসক ও অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জীবনে সফল ও স্বার্থক হতে হলে জীবন চলার পথে মানুষের জীবনে তোমার মেধা শ্রম কাজে লাগতে হবে। সততা ও নিষ্টাবান হতে হলে রোভার স্কাউটসকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। স্কাউটিং লালন করতে হলে অনেক সাধনা করতে হবে। স্কাউটিংয়ের মাধ্যমে অনেক সেবা করার সুযোগ থাকে। স্কাউটিং শেষে মন দিয়ে ভাল করে পড়া লেখা করতে হবে। স্কাউটসের মাধ্যমে সামাজিক ভাবে অসামাজিক কাজগুলো দূর করা সম্ভব। স্কাউটস এর মাধ্যমে চাইলে সমাজ পরিবর্তন করা যায়। নিজে মাদকমুক্ত থাকবে সমাজ মাদকমুক্ত রাখবে। বাল্য বিবাহ রোধে তোমরা সোচ্ছার হবে এই প্রত্যাশা করছি।
প্রবন্ধ উপস্থাপন করেন, মাহেলা রাখাইন এবং জেলা সদর ও উপজেলা পর্যায়ের রোভার স্কাউটস দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।