চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১ জনকে আটক করেছে। ১৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বেতবুনিয়া চাঞোঁরী বাজারে চেক পোষ্ট বসিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আটকক রাকিব (২২) চট্টগ্রাম রাউজান উপজেলার নওজেশপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম পাচারকালে ১১৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ রাকিবকে আটক করা হয়। এসময় মদ বহন করা সিএনজি অটোরিক্সাটিও জব্দ করা হয়।
কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, দীর্ঘদিন যাবৎ কাউখালীতে মাদক বিরোধী অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে মদককের বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। ওসি জানান, গত ৩০ ডিসেম্বর বেতবুনিয়া ফরেনার চেক পোস্টে অভিযান চালিয়ে ৬৮০ লিটার মদ উদ্ধার করা হয়েছিলো। যা কাউখালীর ইতিহাসে সবচেয়ে বড় মদকের চালান। মাদককে শূন্যের কোঠায় আনতে এ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।


















