রাঙামাটি জেলার বরকলে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮-৯জন আহত হয়েছে। তবে বরকল থানার ওসি নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন এঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
গত ৭ নভেম্বর ২০২৩ সকাল সাড়ে ১১টায় বরকল উপজেলা ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর ধনুবাঘ জারুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি মোঃ সেলিম (৫৫) বলেন, ওই এলাকায় তার রেকর্ডীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ আব্দুল হামিদগং জমি দখলে নিতে আমাদেরকে মারধর করে। এক পর্যায়ে আমি জমির বিষয়ে প্রতিবাদ করতে গেলে হামিদসহ তার ছেলে মেয়ে, জামাতা আমাকে এবং আমার পরিবার পরিজনকে এ্যালোপাতারি মারধর করে। এতে আমি ভীষণ ভাবে আহত হয়ে পরি। পরে আত্বীয়স্বজন আমাকে উদ্ধার করে প্রথমে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
সেলিম আরো বলেন, আমাকে ও আমার পরিবার পরিজনকে মারধর করেছে আব্দুল হালিম(৬০), রবিউল (৩০), আশরাফুল(২৫), শামীম(২৩), বেলাল(২৭) ও ফাহিমা (২৬)। আমার রেকর্ডীয় জমিতে আমি কাজ করতে গিয়ে হামলার শিকার হলাম।
এদিকে সেলিমের প্রতিপক্ষ হালিম অভিযোগ করে বলেন, আমি বিগত ৪০ বছর ধরে এ জমি ভোগ দখল করে আসছি। ওই দিন সেগুন বাগানে কাজ করবো এবং লাকড়ি সংগ্রহ করবো এই উদ্দেশ্যে গেলে সেলিমসহ তার লোকজন আমাদেরকে মারধর করে। এতে আমার ছেলের হাত কেটে গেছে। মনির ও সেলিমগং আমার ছেলে আশরাফুল ও মেয়ে ফাহিমাকে মারধর করেছে। বর্তমানে আমি রোগি নিয়ে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি আছি।
বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন চৌধুরী জানান, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। তবে লোক মারফৎ শুনেছেন ওই এলাকায় জমি বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কেউ থানায় আসেনি।