রবিবার, মার্চ ২৬News That Matters

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

শেয়ার করুন:

 

দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছে| নিহত শিক্ষকের নাম মোঃ আবদুল আওয়াল(মিরাজ)| তিনি খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক| গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্যবোয়ালখালী এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে|

জানাযায় খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল মিরাজ খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় শ্বশুর বাড়ী যাওয়ার পথে মধ্য বোয়ালখালী নামক এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়| এতে তিনি গুরুতর আহত হন|

পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|

দীঘিনালা উপজেলার হাজাধন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবদুল আওয়াল মিরাজ আমার চাচাতো বোনের স্বামী| সে খাগড়াছড়ি থেকে আমার চাচার বাড়ীতে আসার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *