সভাপতি পদে ৩৪৭ভোটে নির্বাচিত হয়েছেন রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রাঙামাটি হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও রিজার্ভ বাজারস্থ সুন্দরবন রেস্তোরাঁর মালিক শামীম খান পেয়েছেন ১৩৮ ভোট।
সহসভাপতি পদে হাতি মার্কা প্রতীকে মোঃ সফিক পেয়েছেন ২০৯ ভোট ও আব্দুস শুক্কুর বই মার্কা প্রতীকে ১৮৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জালাল আহম্মদ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবু তৈয়ব।
২৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাউদ্দিন পেয়েছেন ২০৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃদুল কান্তি ধর ও মোঃ মাসুদ পারভেজ। সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে মোবাইল প্রতীক আলমগীর কবির পেয়েছেন ১৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী তারেকুল ইসলাম টেলিভিশন প্রতীক পেয়েছেন ১০৫ ভোট।
সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন – মোঃ আব্দুল শুক্কুর, মোঃ ফারুক,মোঃ আমান উল্লাহ, মোঃ আরজু রহমান, মোঃ আমিরুল ইসলাম ও মোঃ সোহরাব আলী। মোট ৮টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওমর ফারুক নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভেজালমুক্ত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন ব্যবসায়ি মহল।