খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। (২৫ জানুয়ারি) রবিবার সকাল থেকে ইউনিয়নের সিঙ্গিনালা ও মহামুনি পাড়ায় বাসায় বাসায় গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন। প্রচারণাকালে স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি।
প্রচারকালে মোঃ জসিম উদ্দিন বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াদুদ ভূইয়া এমপি হিসেবে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। সেই সময় পাহাড়ি জনপদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বাসী। তাই উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন চান।


















