গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএর) আওতায় রাঙামাটি কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় জনসচেতনতামূলক ও দূর্নীতি প্রতিরোধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে এই প্রতিযোগিতা এবং চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এসময় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ ৩ জনকে পুরস্কৃত করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, আল আমিন নুরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম, সিনিয়র শিক্ষক আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন।