খাগড়াছড়িতে জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে ওয়াদুদ ভূইয়ার বাস ভবন বৈঠক কলাবাগানে এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, সাংবাদিকরা জাতির চোখ তাই আপনারা এবং আমরা মিলে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখলে সমাজ সুন্দর হবে, সাধারণ জনগণ উপকৃত হবেন। এছাড়া দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের ভূল থাকলে তা সুধরে দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসন, সাংবাদিক ও আমরা (বিএনপি) ঐক্যমতের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানের বিকল্প নাই।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।