ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বাঘাইছড়ি রুপকারী ইউনিয়নের বড়াদম মুসলিম ব্লক এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা তথ্য কেন্দ্র।
উপজেলা তথ্য আপা মুন্নি দত্তের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন।
এছাড়াও তথ্য আপা সহকারী হ্যাপী চাকমা ও ফুলরাণী চাকমা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা নারীর ক্ষমতায়ন ও সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন। পরে উপস্থিত সকলের মাঝে ১০০ টাকা সম্মানি প্রদান এবং উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।