শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সনাতন সমাজ কল্যাণ পরিষদ মহালছড়ির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ৯, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের নবগঠিত সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মহালছড়ি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে পরিষদের উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জুয়েল দাশের সঞ্চালনায় ও বাবু রঞ্জিত বণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অশোক মজুমদার, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দোলন দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সাধন চন্দ্র পাল, খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু সাধন চন্দ্র দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক টিটু চক্রবর্তী এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রাজীব মজুমদার, বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাব আলী, সাবেক সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী খোকা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সাত্তার, যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাউসার আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী, সহ-সভাপতি সুকুমার দে ও বিপুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক বিশ্বজিত মজুমদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান হওয়া উচিত। বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

পরিচিতি সভা শেষে সনাতন সমাজ কল্যাণ পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সুনিল দাশ, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিত মজুমদার, সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শিশু বণিক-এর নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের রাইখালী ও চিৎমরমে টিসিবির পণ্য পেলেন ১৬৯০ জন

থানচিতে নৌকা ডুবির ১৬ ঘন্টা পর নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

জুরাছড়িতে তথ্য আপার ডোর টু ডোর সেবা প্রদান

রাজস্থলী, চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

বাঙ্গালহালিয়ায় ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন

আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে-ওয়াদুদ ভূঁইয়া 

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই-এএসপি মাহমুদা বেগম

নানিয়ারচরে সুজনের মতবিনিময় ও পরিচিতি সভা

মহালছড়িতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত

দারিদ্র বিমোচনে রাঙামাটিতে কাজ করবে এমজেএফ

error: Content is protected !!
%d bloggers like this: