রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ( ২২ অক্টোবর ) বুধবার সকাল ১১টা খ্যাংদং পাড়া মংশৈপ্রু মারমা বাড়ি প্রাঙ্গণে এক সুশৃঙ্খল পরিবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা থোয়াইসুইখই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞো মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ রুবেল, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরীসহ উপজেলা ৪নং ওয়ার্ড উপদেষ্টা মংথুই মারমা (জ্যোতিষী) সাবেক মেম্বার উখ্যেই চৌধুরী,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে,ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জয়ধন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মংসুইপ্রু মারমা, এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন নির্বাচিত হন। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি হিসেবে জয়ধন তঞ্চঙ্গ্যা বলেন “আজকের এই দায়িত্ব আমার জন্য গৌরবের, আবার বড় একটি দায়িত্বও। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমি সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার করছি। আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করা এবং জনগণের পাশে দাঁড়ানো।
সাধারণ সম্পাদক মংসুইপ্রু মারমা বলেন, “এই কমিটি জনগণের সেবায় কাজ করবে, তৃণমূলের কর্মীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখবে।”ঐক্যবদ্ধ রাখাই আমার প্রথম কাজ হবে। দলের নেতৃবৃন্দের দিকনির্দেশনায় আমরা জনগণের পাশে থাকব।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞো মারমা বলেন ,বিএনপি আজ জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি ঐক্যবদ্ধ পরিবার হিসেবে কাজ করছে। তৃণমূলকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য,”
থোয়াইসুইখই মারমার বললেন,,“আজ বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার মাধ্যমে আমরা তৃণমূলের নতুন উদ্দীপনা দেখতে পাচ্ছি। রাজনীতির মূল ভিত্তি হলো জনগণ, আর জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুললেই দল শক্তিশালী হয়।
তিনি আরো বলেন,আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত সভাপতি জয়ধন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মংসুইপ্রু মারমা ও তাদের সহকর্মীরা ওয়ার্ড বিএনপিকে আরও সংগঠিত ও সক্রিয় করবেন। তৃণমূল কর্মীরা যদি একসাথে কাজ করেন, তাহলে রাজস্থলীর প্রতিটি ঘরে বিএনপির পতাকা আরও দৃঢ়ভাবে উড়বে।
বর্তমান সময়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে ধৈর্য, সাহস ও ঐক্য নিয়ে কাজ করতে হবে।
রাজস্থলীর প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কাঠামোকে সুসংহত করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলনে দলটি আরও গতিশীলভাবে ভূমিকা রাখতে পারে।