রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রধান শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায় জানানো হয় বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ কিতাব আলীকে এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয় নবাগত প্রধান শিক্ষক দয়েন্ত কুমার চাকমাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহীন আল মামুন এবং প্রধান মেহমান ছিলেন গাউছিয়া কমিটি সাজেক থানা শাখার সভাপতি ও সমাজসেবক মো. আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী শিক্ষক মো. কাউছার আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করে শোনায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আহমেদ। অনুষ্ঠানে গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা ও কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বাবুলসহ অনেকেই বক্তব্য রাখেন।
উপস্থিত সবাই মোহাম্মদ কিতাব আলীর দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। একইসঙ্গে নবাগত প্রধান শিক্ষক দয়েন্ত কুমার চাকমার প্রতি শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও মানোন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।