রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
৬৩ ভোট পেছে সভাপতি নির্বাচিত হন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট আবদুল গাফ্ফার মুন্না।
সোমবার অনুষ্ঠিত জেলা আইনজীবী নির্বাচনে তাঁরা বিজয়ী হন।
সভাপতি পদে রফিক পান ৬৩ ভোট। রফিকেন নিকটতম প্রতিদ্বন্দী শাহ আলম পেয়েছেন ১৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুল গাফফার পান ২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব চাকমা পান ২৩ ভোট।
এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,সহ সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ এই মোট ৮টি পদে ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
আদালতের কার্যক্রম শেষে সোমবার দুপুরের পর থেকে ভোটের নিয়ম কানুন মেনেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়।
বিকাল ৪টর মধ্যেই ভোট প্রদান শেষ হয়। ভোট গ্রহণে কোন প্রকার অনিয়মের খবর পাওয়া যায়নি।
বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আবছার আলী।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এডভোকেট ঝন্টু চাকমা,পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শফিউল আলম মিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট সুদীপ তঞ্চঙ্গা।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যে ৫জন তারা হলেন-এডভোকেট মিলন চাকমা,এডভোকেট মোঃ রাশেদ ইকবাল,এডভোকেট বিবরণ চাকমা,এডভোকেট রিমন সরকার ও এডভোকেট মোঃ রাইসুল কবির।
নিজ নিজ ভোট দিতে পেরে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, রাঙামাটি আইনজীবী সমিতি নির্বচনে মোট ৮১জন ভোটার রয়েছে। তার মধ্যে ভোট পড়েছে ৭৬টি।