খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সাজেকসড়কসহ সড়ক পানিতে তলিয়ে সারাদেশের সাথে তিন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সাজেক আটকা পড়েছে অন্তত ২৮০ জন পর্যটক।
জানাযায়, গতকাল ২০ আগষ্ট দুপুরের পর বন্যার পানিতে তলিয়ে যায় সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট ও মাচালংসহ ৩ টি স্থানে। অন্যদিকে মেরুং, বেতছড়ি দাঙাবাজার এলাকায় সড়কে পানিতে তলিয়ে লংগদু সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে দীঘিনালা উপজেলা বন্যা পরিস্থিতি আগের চাইতে উন্নতি দেখা গেলেও পানিতে প্লাবিত রয়েছে উপজেলা নিম্নাঞ্চল গুলো। উপজেলা প্রশাসনের ২১ টি আশ্রয় কেন্দ্র অন্তত ৩০০ পরিবার আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি দীঘিনালা উপজেলা বিএনপি আশ্রয় নেওয়া পরিবারের মাঝে রাতে ও দিনে খুচরি রান্না করে খাবার পৌঁছে দেন।
দীঘিনালা উপজেলা প্রশসানের নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ জানান, আমরা জরুরী কন্টোল রুমের মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছি। পাশাপাশি আশ্রয়কেন্দ্র গুলোতে শুকনা খাবার পৌঁছে দিয়েছি।


















