খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। শনিবার (২৫ মে) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে আরও সচেতন হবেন।”
মেলার প্রথম দিনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভূমি সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
৩ দিনের ভূমি মেলার অংশ হিসেবে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। এতে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ১০ম শ্রেনীর তাসমিয়া জাহান, দ্বিতীয় ১০ম শ্রেনীর নিলয় চৌধুরী, এবং তৃতীয় স্থান অর্জন করে ৯ম শ্রেনীর নৈঋতা নাগ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মোঃ আবু রায়হান। মেলা চলবে আজকে সহ আগামী দুই দিন। ভূমি অফিসের ডিজিটাল সেবা প্রদর্শন, অভিযোগ গ্রহণ বুথ, ভূমি রেকর্ড প্রদর্শনী, এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। এ ধরনের মেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসন।