চাকমা মারমা ত্রিপুরা ভাষা শিক্ষাকে বিকশিত করার লক্ষ্যে রাঙামাটিতে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে। এতে ৩০০ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন।
সোমবার সকালে রাঙামাটি সদর উপজেলা রিসোর্স সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ভাষা আজ হুমকির মুখে। এগুলো হারিয়ে যাচ্ছে। তাঁদের মাতৃভাষা সংরক্ষণ ও টিকিয়ে রাখার জন্য সরকার মাতৃভাষায় বই প্রকাশ করেছে। এ বইগুলোর মাধ্যমে আদিবাসী শিশুদের শিক্ষা দিতে হবে। তার আগে শিক্ষকদের প্রশিক্ষিত হতে হবে। তার জন্য রাঙামাটি জেলা পরিষদ এ প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখবে।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো একরাম উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা।