পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’র কেন্দ্রীয় নেতা মো: শহিদুল ইসলাম সেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি পিসিসিপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং রাঙামাটি কলেজ শাখার আহবায়ক পদে ছিলেন। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের হরতালসহ বিভিন্ন ঘটনায় পিসিসিপির নিশ্চুপ ভূমিকা ও অভ্যন্তরীণ বিভাজনের ফলে এই পদত্যাগ।
আজ বুধবার ( রাত, ১১:১৮ মিনিটে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পদত্যাগের বিষয়টি জানান এবং বলেন আজকের পর থেকে তিনি পিসিসিপির সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না। পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তার ফেসবুক পোস্টে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং রাঙামাটি কলেজ শাখার আহবায়ক পদ থেকে পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও বরাবরই নিশ্চুপ ছিলো আঞ্চলিক এই সংগঠনটি। এমন কি জেলা পরিষদের নিয়োগে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগসহ ৮ দফা দাবিতে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচিতে সিএচটি সম্প্রীতি জোট, পার্বত্য চট্রগ্রাম সম-অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনগুলো সমর্থন জানালেও নিশ্চুপ ভূমিকায় ছিলো। অন্যদিকে বুধবার রাতে পিসিসিপির কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেও সেটি কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেন তারা। জানাযায় মূলত পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদের রয়েছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবিব আজম। ফলে তার নিশ্চুপ ভূমিকা নিয়ে সংগঠনটির মধ্যে অভ্যন্তরীণ বিভাজনের সৃষ্টি হয়েছে।


















