রাঙামাটির নানিয়ারচর উপজেলার কাপ্তাই হৃদের শাখা চেঙ্গী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু খেকোরা।
উপজেলা প্রশাসনের অব্যাহত অভিযানে ফলে (১৮ অক্টোবর) মঙ্গলবার বিকেলে বুড়িঘাট ইউনিয়নের চেঙ্গী নদীতে অভিযান পরিচালনা করে নানিয়াচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একটি ড্রোজার মেশিনের মালিক পরিত্যক্ত অবস্থায় চেঙ্গী নদীর উপরে বালু উত্তোলন করা এই ড্রোজার মেশিন উদ্ধার করে উপজেলা প্রশাসন।
এতে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, সেনাবাহিনী ও পুলিশ সদস্য আনসার সদস্যরা এই অভিযান পরিচালনায় সহায়তা করেন।