রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের অজর অমর বন বিহারে বৌদ্ধভিক্ষুদের তিনমাস বর্ষাবাস অধিষ্ঠান শেষে শুভ প্রবারণা উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৯ অক্টোবর) সকালে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে রোববার সকালে তা শেষ হয়। অনুষ্ঠানে অগণিত পুণ্যার্থীর ঢল নামে।
শনিবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভসূচনা হয়। এরপর ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, পিন্ডদান, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিস্কারদান, হাজারবাতি দান, বুদ্ধমূর্তিদান, পঞ্চশীল প্রার্থনা, উৎসর্গসহ নানাবিধ কর্মসূচি পালিত হয়েছে। অজর অমর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ যবনাতিষ্য মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে উপস্থিত বৌদ্ধভিক্ষুরা সদ্ধর্ম দেশনা দেন।
শুরুতে মৈত্রীময় শুভেচ্ছা বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির উদেষ্টা সুনীল কান্তি তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেছেন চিক্কোমনি তালুকদার। বিকালের পর্বে বিহার অধ্যক্ষ শ্রীমৎ যবনাতিষ্য স্থবিরকে জৈষ্ঠতা লাভ করায় আনুষ্ঠানিকভাবে মহাস্থবির হিসাবে বরণ করা হয়। এরপর চীবরদান ও পঞ্চশীল প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোর থেকে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা ও পিন্ডদানের মধ্য দিয়ে অজর অমর বন বিহারে আয়োজিত শুভ প্রবারণা উৎসব সম্পন্ন হয়েছে।