রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবাষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে (৮ আগষ্ট) শহরের প্রাণকেন্দ্র বনরুপাস্থ কাঁঠালতলী দারুস সালাম ইসলামিক একাডেমি হাফেজ ও এতিমখানা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নুরুল আবছার, বেসরকারী টিভি টেলিভিশন ‘এখন’ এর জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল, জেলা প্রশাসকের সিএ হাজী আবু বক্করসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা।
বঙ্গমাতা শেখ ফজিলতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবাষিকী উপলক্ষে কোরআন খতমসহ বিশেষ মুনাজাত পরিচালনা করেন দারুস সালাম একাডেমি ও হাফেজ এতিমখানার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল আলম ও হাফেজ আবদুল্লাহ।
বঙ্গমাতা শেখ ফজিলতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ পরিবারের জন্য দোয়া করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বাষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে মুনাজাতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।