জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের স্মরণে The Red July Teamgamati এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুটুম বাড়ি রেস্তোরাঁ, বনরুপায় আয়োজিত এই মাহফিলে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা কামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইমাম হোসাইন কুতুবী।
বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন তানেইম ইবনে আলম, আহ্বায়ক, The Red July 36, রাঙামাটি। এছাড়াও বক্তব্য দেন-সাইমুম ইসলাম, জেলা সমন্বয়ক, বিডি ক্লিন, রাঙামাটি আল আমিন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদ, রাঙামাটি সরকারি কলেজ হাফেজ আনাস রেজা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা গোলাম রসূল সোহাগ, সভাপতি স্কুল শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, রাঙামাটি পার্বত্য জেলা শাখা পাবেল সর্দার ও শামীম আহমেদ, সংগঠক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পাঠ করেন আসাদুজ্জামান। এরপর ইসলামি সংগীত পরিবেশন করেন সায়েদা ইসলাম সাদিয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো. নুরুল আলম।
এই আয়োজনে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন। ন্যায়বিচার ও সাম্যের লড়াই অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
The Red July Teamgamati সব সময় ন্যায়বিচার ও সামাজিক পরিবর্তনের পক্ষে অবস্থান করবে বলে পুনর্ব্যক্ত করা হয়।