নানিয়ারচরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন, সুসংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ শিরোনামে এই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে নানিয়ারচরে রাঙামাটি জেলা পরিষদ রেষ্ট হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুজন রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তংচঙ্যা।
সংগঠনটির নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান উদ্দিন বখতিয়ার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সুজন জেলা কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক শ্রীজ্ঞানী চাকমা, জেলা সদস্য ও পৌর সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদস্য এ্যানি চাকমা ও আশীষ কুমার বড়ুয়া।
নানিয়ারচর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক বিনয় কান্তি চাকমার সঞ্চালনায় সহ সভাপতি সানাউল্লাহ, নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রাপন চাকমা, কার্বারি শান্তি রঞ্জন চাকমা, ইউপি সদস্য পারুল চাকমা ও পরেশ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, সুজন নানিয়ারচর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শংকর চাকমা।
সভায় বক্তারা বলেন, শান্তি শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আইনি অধিকার সংরক্ষণ করতে কাজ করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুজন নির্বাচন বিষয়ে কাজ করছে। একই সাথে দেশ সসংস্কার বিষয়েও কাজ করে। সরকার সুষ্ঠুভাবে তখনই দেশ পরিচালনা করতে পারে যখন সেই সরকার নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ভূমিকা রাখে৷ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। সুজন মানবাধিকার, সুশাসন, দূর্নীতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।