পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার হতে রাঙামাটির কাপ্তাইয়ে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন জানান, গত শনিবার উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর খিয়াং ঘাট এলাকায় ৬ শত ৫০ জন এবং ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে ১১ শত ৩৯ জন টিসিবির কার্ড ধারীকে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়।
এসময় ৪ শত ৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল তুলে দেওয়া হয়েছে।
এদিকে রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলা বাগান এলাকায় ১ হাজার ৬২ জনকে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। এছাড়া ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর বড়ইছড়ি বাজার ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৮ শত ৩৮ জনকে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে।