রাঙামাটির রাজস্থলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. আরমান উদ্দিন (২০), রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের অংজাইনপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশের একটি আভিযানিক দল অংজাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “গ্রেপ্তারকৃত মো. আরমান উদ্দিন মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের আভিযানিক দল দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।”
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।