তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অ-১৭) ২০২৫ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল।
আজ ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার লাভ করে খাগড়াছড়ির ইশিতা ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। সভাপতি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার পাশা। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বারর,
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, খাগড়াছড়ি Cart ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য মো: নজরুল ইসলাম, সুলতান আহমদ ভূইয়া, আনিসুল আলম চৌধুরী আনিক, মাদল বড়ুয়া, আক্তার হোসেন রুবেল, ফুটবল কোচ আনোয়ার হোসেন, জ্যোতিষ বসু ত্রিপুরা, ক্যাপ্রুচাই মারমা সহ আরও অনেকে।