লংগদু উপজেলায় ৩৭ বিজিবি জোনের অভিযানে গামারী কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি কর্তৃক অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ২ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকার অবৈধ কাঠ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ০৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে, চরুয়াখালী বিজিবি ক্যাম্পের আওতাধীন কবিরপুর ০৯ নং ওয়ার্ড নামক স্থানে বন থেকে কাঠ কেটে চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে নদীর পানির নিচে ডুবিয়ে রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৫৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠগুলো পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।