রাঙামাটি জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে কাউখালী উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোশাররফ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) ফাহমিদা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ নাজিমউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, উপজেলা হিসাব রক্ষণ অফিসার স্বরুপ ভৌমিক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আমির খসরু, সাংবাদিক মোঃ আরিফুল হক মাহবুব, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ মেহেদী হাসান সোহাগ, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, ছিদ্দিক ই- আকবর (রাঃ) দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের প্রতি নিধি ও হেডম্যান পাড়া কার্বারীরা।