খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে বিদেশী দম্পতির কন্যার জন্মদিন উদযাপন করা হয়েছে। উদযাপন উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ একটি পরিবারের পাশে শুকনা খাবার ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন বিদেশী দম্পতি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি বাগানছড়া কার্বারী পাড়ার বাসিন্দা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পরিমল চাকমা’কে শুকনা খাবার, কাপর-চোপর ও নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন ক্রিস্টোফার বার্লিন ও জেরুজালেম রুথ বার্লিন এ-ই দম্পতি।
জানাযায়, বাংলাদেশে ১৫ দিনের সফরে আসেন এ-ই দম্পতি। এদিকে সফরে অংশগ্রহণ করেন তাদের ৫ সন্তানও। এদের মধ্যে হলেন, ইলিয়াস জোন বার্লিন, গ্রেস শাহানা বার্লিন, লিলিয়া আনন্দ বার্লিন, মার্সি বার্লিন, অ্যামি কারমিডাল বার্লিন। এদের সন্তান লিলিয়া আনন্দ বার্লিনের জন্মদিন উদযাপনের অর্থ ব্যায় করেছেন। দীঘিনালার বর্ন্যাত এক পরিবারের মাঝে।
ক্রিস্টোফার বার্লিন জানান, বাংলাদেশে অ্যাকশন জয় এন্টারপ্রাইজ লিমিটেড প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও আমি। আমার মেয়ের জন্মদিন উদযাপন উপলক্ষে দীঘিনালা উপজেলায় এসেছি। একটি বর্ন্যাত পরিবার পাশে থাকার চেষ্টা করেছি।