জুরাছড়ি উপজেলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থার পিকেএসএফ ও সিআইপিডির উদ্যোগে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় অধ্যায়নরত দরিদ্র – মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা শিক্ষার্থীদের মাঝে এসব বৃত্তি বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা
সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিআইপিডি), আঞ্চলিক ব্যবস্থাপক ভেটায়্যান চাকমা, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিআইপিডি) অত্র উপজেলার ৫ জন শিক্ষার্থীদের টাকা করে বৃত্তি প্রদান করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিআইপিডি) শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওয়াতায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় অধ্যায়নরত দুই জন শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ২৪ হাজার ও তিন জন শিক্ষার্থীদের ৮ হাজার ৪ শ টাকা করে ২৫ হাজার ২শ টাকা প্রদান করা হয়।