দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন রোমানা আক্তার।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার প্রশাসনিক কার্যালয়ে কাজ শুরু করেন তিনি। এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ১৯৮৪ সালে বাঘাইছড়িকে উপজেলা ঘোষণা করার পর এবারই প্রথম নারী ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয় রোমানাকে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রোমানা আক্তার বলেন, আমি প্রথম নারী ইউএনও হিসেবে বাঘাইছড়ি উপজেলায় এসেছি। এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং একটি বিষয়। অনেক ভালোলাগারও একটি বিষয়।
রোমানা বলেন, এখানে পাহাড়ি-বাঙালি আছে। আর বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির দেশে পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়ে আমি মিলেমিশে কাজ করতে চাই। যারা এখানে আছেন, সবার সহযোগিতা নিয়ে আমি বাঘাইছড়ি উপজেলার যেসব সমস্যা, সেগুলো যথাসম্ভব নিরসনে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করব।