খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানিতে ডুবে মোঃ জুবায়েদ (০৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালাপাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পাহাড়ী ঢলে কাপ্তাইয়ের পানি বেড়ে বন্যায় প্লাবিত হয় উপজেলার নিম্নাঞ্চল গুলো, দুপুরে বাড়ির পাশে প্লাবিত নিম্নাঞ্চলে খেলার ছলে শিশু জুবায়েদ পাড়ে গেলে হঠাৎ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে খুঁজতে না পেয়ে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর ভাসমান পানিতে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া শিশু জুবায়েদ কালাপাহাড় এলাকার হাফেজ মোঃ শহিদুল্লাহ ও গৃহিণী পারভিন আক্তারের একমাত্র ছেলে। এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শিশুটির মামা আশরাফ আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন এবং শোকাহত পরিবারকে সন্তনা দিতে যান। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো শেষে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শিশুর অকাল মৃত্যুতে সমগ্র কালাপাহাড় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, অল্পবয়সেই এমন করুণ মৃত্যু খুবই বেদনাদায়ক। বর্ষা মৌসুমে পাহাড়ি নদ-নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিবছর এ ধরনের দুর্ঘটনা ঘটছে মহালছড়ি সহ জেলাজুড়ে। সচেতনতা এবং সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় শিশু ও নারী-পুরুষ প্রায়ই এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন।