বাংলাদেশ কৃষি ব্যাংক মহালছড়ি শাখার উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুৃধবার(২৯ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় সদর ইউনিয়ন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচিতে ব্যাংক অফিসার মোঃ মাঈন উদ্দিন লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহালছড়ি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রাসেল বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলার মানুষ, বাংলার কৃষকের জন্য যে ঋণ প্রদান করে সরকার তা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ কর্মসূচি সরকারের কৃষিবান্ধব নীতিরই প্রতিফলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রিয়সী চাকমা, কৃষি ব্যাংকের অফিসার চয়েস চাকমা, সদর ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা, রিজিয়া বেগম সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ঋণগ্রহীতা কৃষক বাবুল জ্যোতি চাকমা বলেন,এই ঋণ আমাদের চাষাবাদের কাজে বড় সহায়তা করবে। সরকারের এই উদ্যোগে আমরা নতুনভাবে চাষাবাদে আগ্রহী হচ্ছি।”
অনুষ্ঠানে ২০ জন কৃষকের মধ্যে মোট ২০ লক্ষ ৫০ হাজার টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উৎসাহ ও সহায়তা প্রদানের উদ্দেশ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কৃষি ঋণ বিতরণের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন, ফসল উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা তাদের মূল লক্ষ্য।


















