দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে প্রতিকী অনশন করেছে রাঙামাটি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী দলের নেতাকর্মীরা।
বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী প্রতিকী অনশনে বক্তারা বলেন দেশ দিন দিন দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের জনগনকে এই দুর্দশা থেকে বাঁচাতে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে বিএনপির সকল নেতা কর্মীকে এক হওয়ার আহবান জানান।
অনশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, রাঙামাটি জেলা বিএনপির নেতা এডভোকেট মামুন রশিদ মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির নেতা মোঃ দিলদার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।