বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির মাধ্যমে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কর্যালয় হতে রামগড় বাজারের মূল সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় জিরো পয়েন্ট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সুজায়েত আলী, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন, উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম বাদশা, পৌর যুবদলের আহবায়ক জামাল উদ্দিন শামীম সহ প্রমুখ।