বিএনপির ডাকা দুই দিনের অবরোধের ২য় দিন রাঙামাটি জেলায় কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া শেষ হয়েছে। অবরোধের জন্য জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শহরে সকল গুরুত্বপূর্ণ স্থানে সকাল ৬ টা হতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। জেলা পুলিশ রাঙামাটির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর একটি টিম নিরাপত্তা ডিউটি পালন করেছে।
পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহ আলম মৃধা এর নেতৃত্বে এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম সহ মোট ১২ (বারো) জন সদস্য সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাঙামাটির দোয়েল চত্বর এলাকায় রিয়ার হেডকোয়ার্টার এর আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ডিউটিতে মোতায়েন রয়েছে।
রাঙামাটি হতে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের বাস যোগাযোগ সকাল থেকে চালু ছিল। তবে যাত্রী উপস্থিতি কম ছিল। তাছাড়া সিএনজি মোটরসাইকেল এবং ব্যক্তিগত পরিবহন স্বাভাবিক ভাবে চলাচল করে। রাঙামাটি শহরের কোথাও অবরোধ উপলক্ষে বিএনপির মিছিল মিটিং বের হয়নি। রাঙামাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।