স্বাধীনতার বিরোধী অপশক্তি বিএনপি – জামাত দেশকে জঙ্গিবাদ – সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কটুত্তির বিরুদ্ধে বান্দরবানে রুমা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় রুমা উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে রুমা উপজেলা ও বাজরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে রুমা বাজারে হাসপাতালের সেতুতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মার্মা বক্তব্যে বলেন, আমরা বিএনপির মত চাকরি দেওয়ার নাম করে বানিজ্য করি না। বানিজ্য দুরে থাক এক কাপ চা ও খায় না।
বিএনপির নেতা জেরী ও মাম্যচিং আমলে টাকা ছাড়া চাকুরী মিলে না, টাকা দিলে চাকুরী মিলে। চাকুরী দেওয়ার নাম করে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আর আমরা মেধাবী শিক্ষার্থীদের কে চাকুরী নিয়োগ করি। এটা আমদের নেত্রী শেখহাসিনা নীতি, বান্দরবানে আমাদের অহংকার বীর বাহাদুর নীতি, আওয়ামী লীগের নীতি।
সাঙ্গু ব্রীজ টা তারা ( বিএনপি) করতে পারেনি, আওয়ামী লীগ সরাকার করেছে। এখন আমরা ব্রীজের দাড়িয়ে সমাবেশ করেছি সেটাও আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী সরকার উন্নয়ন শেষ নাই। এজন্য আওয়ামী লীগ সরকার বারবার দরকার।
বিএনপি সরকার আসলে মানুষের মাংশ ছাড়া হাড়দি সহ তারা খেয়ে ফেলবে।
আগামী সংসদ নির্বাচনে দুর্নিতীবাজ বিএনপি ও জামায়াত কে প্রতিহত করে উন্নয়নেন সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা সরকার কে বান্দরবানের উন্নয়নকারী বীর বাহাদুর কে নৌকা মর্কায় ভোট দিয়ে রুমা উপজেলা সহ সারাদেশের উন্নয়ন করার সুযোগ দিতে হবে।
আরোও বক্তব্য প্রদান করেন, রুমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য জুয়েল বম, জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং, রুমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মার্মা, ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, রুমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সিদ্দিক।
সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম
সামাবেশে আরও অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃ বিন্দু সহ অন্যান্য অঙ্গসংগঠন নেতৃ বিন্দু।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং।