নিজস্ব প্রতিবেদক।
রাঙামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন সাফল্য ও লক্ষসমূহ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার, সরকারের ভিশন-২০৪১, জানুয়ারি-মার্চ/২০২২ প্রান্তিকে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ১০ মার্চ) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামন রোমান। সভাপতিত্ব করেন রাঙামাটি টেকনিক্যাল ট্রেডিং সেন্টারের অধ্যক্ষ শ্যামল বড়ুয়া।
প্রধান অতিথি বলেন, বতর্মান সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক উন্নতি,বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমান সরকার নারী ক্ষমতায়নে বিশেষ ভুমিকা পালন করছে এবং ভবিষ্যৎ ও পালন করবে।
প্রধান অতিথি আরো বলেন, পাবত্য চট্রগ্রামের বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মহিলাদের বিশেষ ভাবে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উক্ত মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরীন ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক হোসনে আরা, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুপনা চাকমা, টিটিস’র অধ্যক্ষ শ্যামল বড়ুয়া, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক কৃপাময় চাকমা। এতে টিটিসির শিক্ষক, শিক্ষিকা ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থিরা অংশ নেন।