খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার টিলাপাড়া গোধারপাড় এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সার্বজনীন বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়।
বিশ্বকর্মা দেবতা হিন্দু ধর্মালম্বীদের কাছে ‘বিশ্বের স্রষ্টা’ ও ‘শিল্পকলার অধিপতি’ হিসেবে পূজিত। হিন্দু সম্প্রদায় বিশ্বাস করে, দেবশিল্পী বিশ্বকর্মা সৃষ্টির কারিগর, যিনি সোনা, রূপা, লোহা, পাথরসহ সকল ধাতব ও শিল্পকর্মের স্রষ্টা। কারিগর, কারখানা শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী, প্রযুক্তিবিদ, কারখানার মালিকসহ নানা শ্রেণিপেশার মানুষ এই পূজায় ভক্তিভরে অংশগ্রহণ করে থাকেন।
এ বছর মহালছড়ি টিলাপাড়া গোধারপাড়ে আয়োজিত সার্বজনীন বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্থানীয় মন্ডপ সাজানো হয় বর্ণিল আলো-সজ্জা ও নানা আয়োজনের মাধ্যমে। পূজা উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও প্রসাদ বিতরণ।
পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মন্ডপ পরিদর্শনে যান মহালছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি মোঃ আব্দুল আহাদ ও মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও ছিলেন সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, মোঃ শহীদুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ কাউসারুল ইসলাম।
সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ও মোঃ কাউসার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন এবং সদস্য সচিব আশ্রাফুল সাকিব (বাপ্পি)।
অতিথিদের আগমনে ফুল দিয়ে বরণ করেন পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ ধর ও সাধারণ সম্পাদক জনি সেন।আয়োজক কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায় উপজেলা বিএনপির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা পূজা মন্ডপে এসে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরো শক্তিশালী করেছেন।
এ সময় উপজেলা বিএনপি নেতারা হিন্দু ধর্মালম্বী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশ বহু ধর্ম ও সম্প্রদায়ের মিলিত আবাস। সকল ধর্ম-বর্ণের মানুষ একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমরা চাই এই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ চিরদিন বজায় থাকুক। বিশ্বকর্মা পূজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি কারিগর, শ্রমজীবী ও শিল্প সংশ্লিষ্ট সকল মানুষের অনুপ্রেরণা হয়ে উঠুক।”
পূজা উপলক্ষে আশপাশের গ্রাম থেকে শতশত ভক্ত ও দর্শনার্থীরা মন্ডপে ভিড় করেন। ভক্তরা জানান, প্রতিবছরের মতো এ বছরও বিশ্বকর্মা পূজাকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
পূজা আয়োজকরা বলেন, মহালছড়ি একটি শান্তিপূর্ণ জনপদ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করছে। এই পূজা সেই সম্প্রীতি আরও দৃঢ় করে তুলবে।