খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদীয় আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে দীঘিলানা উপজেলা মেরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১৪বছরের উন্নয়ন বিষয়ক গ্রাম পর্যায়ে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৫আগস্ট) বিকাল সাড়ে ৪টায় মেরুং ইউপি’র নয় মাইল এলাকায় এ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য ভূবন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরুং ইউপি’র চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী।
এ বৈঠকে বক্তারা বলেন বলেন,বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই অবহেলিত এ অঞ্চলের ভাগ্য উন্নয়ন, পানির সমস্যা দূরীকরণ ও রাস্তাঘাট উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। তিনি সকল ক্ষেত্রে উন্নয়ন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
দেশের জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করার আহ্বান জানান বক্তারা। এ সময় মেরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ঘণশ্যাম ত্রিপুরা,নয় মাইল এলাকার কৃষ্ণ কিশোর ত্রিপুরা,নারী কার্বারী অঞ্জলি ত্রিপুরা,আবদুল জলিলসহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।